Monday, 23 September 2024

নতুন বাংলাদেশ গজল লিরিক

 নতুন বাংলাদেশ গজল লিরিক 


নতুন বাংলাদেশ গজল লিরিক 
কথাঃ হুসাইন আল হাফিজ 
সুরঃ আহমদ আব্দুল্লাহ 

ছিলো স্বাধীন রাষ্ট্রে স্বৈরশাসন, দখলে প্রাণের ভূমি
আমি রক্তের দামে ফিরিয়ে এনেছি আমার মাতৃভূমি
আমি সংগ্রামী সৈন্য বীর, অগ্নি-তারুণ্য 
আমি দেশের নবীন মুক্তিযোদ্ধা বিপ্লব-উদ্দোমী।

আমি গড়বো আমার দেশ, সফল বাংলাদেশ
আমি গড়বো আমার দেশ, নতুন বাংলাদেশ।

আমি গণমানুষের মিছিলে তুলেছি সত্য-ন্যায়ের বুলি
তাই অধিকার চেয়ে বরণ করেছি নরপিশাচের গুলি
আমি সত্য-ন্যায়ের পক্ষ তাই মেলেই দিয়েছি বক্ষ 
আমি দেশের জন্য দেহের রক্ত বানিয়েছি রঙতুলি।

আমি গড়বো আমার দেশ, সফল বাংলাদেশ
আমি গড়বো আমার দেশ, নতুন বাংলাদেশ।

এই বুকের মাঝে লাল-সবুজের শুদ্ধ প্রতিচ্ছবি
আমি দেশের জন্য চিরবিদ্রোহী হই চিরবিপ্লবী
রুখে দুর্নীতি-সন্ত্রাস হবে সভ্য জাতির চাষ
মুছে ফেলবো সকল স্বৈরাচারের ঘৃণ্য মুখের ছবি।

আমি গড়বো আমার দেশ, সফল বাংলাদেশ
আমি গড়বো আমার দেশ, নতুন বাংলাদেশ।

আমি স্বাপ্নিক তাই হাজার স্বপ্ন জমিয়ে রেখেছি বুকে
আমি স্বপ্ন দেখি স্বাধীন রাষ্ট্রে থাকবে সবাই সুখে
কভু কেউ হবে না তুচ্ছ রবে বিশ্বে এ দেশ উচ্চ 
আমি এগিয়ে যাবো পারবে না কেউ রাখতে আমায় রুখে।

আমি গড়বো আমার দেশ, সফল বাংলাদেশ
আমি গড়বো আমার দেশ, নতুন বাংলাদেশ।







No comments:

Post a Comment